মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ বাস্তবায়নে চাঁদপুর জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম

চাঁদপুর প্রতিনিধি প্রথম বুলেটিন

চাঁদপুর ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে সচেতনতামূলক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়।

“মা ইলিশ সংরক্ষণ করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র, বড়ষ্টেশন, চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে সচেতনতামূলক সভা, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদী পরিদর্শন এবং নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়। জনাব মোঃ গোলাম মেহেদী হাসান, জেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুল হাসান, জেলা প্রশাসক, চাঁদপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর, জনাব মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, পুলিশ সুপার, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল।

চাঁদপুর জেলার পুলিশ সুপার মহোদয় বলেন, নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা যেমন অপরাধ, একই ভাবে ইলিশ ক্রয়-বিক্রয় এবং পরিবহনও অপরাধ। আমরা যদি এই নিষিদ্ধ সময়ে কোনো বাজার অথবা পরিবহনে ইলিশ পেয়ে থাকি, তবে নিষিদ্ধ পণ্য সরবরাহের অপরাধে আপনাদের আইনের আওতায় নিয়ে আসবো। এক্ষেত্রে চাঁদপুর জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা আশা করি মা ইলিশ সংরক্ষণে আপনারা চাঁদপুর জেলা পুলিশকে সহায়তা করবেন।

এ সময় জনাব শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার(রিভার), চাঁদপুর, মৎস্যজীবী নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *