চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রথম বুলেটিন

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত সেপ্টেম্বর/২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অদ্য ১২.১০.২০২৩ খ্রি: তারিখ বেলা ০১:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

চুরির রহস্য উদঘাটন ও চোরাই গরু, মোটরসাইকেল উদ্ধার, মাদক ও চোরাচালান পন্য জব্দ, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের ০৭(সাত) টি ক্যাটাগরিতে মাননীয় পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে প্রণোদনামূলক আর্থিক পুরস্কার প্রদান করেন। সম্মানিত আইজিপি মহোদয় কর্তৃক প্রণোদনামূলক আর্থিক পুরস্কার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা/অজ্ঞানপার্টি/মলমপার্টি চক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইন-শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা/গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় সকল অফিসার ও ফোর্সের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); জনাব বেলাল হোসেন, বিজ্ঞ পিপি, সদর কোর্ট, চুয়াডাঙ্গা; ডিআইও-১, ডিএসবি; সকল অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), চুয়াডাঙ্গাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *