তিন দিন তিন বিভাগে থাকবে বৃষ্টি শনিবারে বিদায় নেবে বর্ষাকাল বিস্তারিত প্রথম বুলেটিনে

সৈয়দ শাহানা আক্তার অনুসন্ধানী প্রতিবেদক প্রথম বুলেটিন

জলবায়ু পরিবর্তনের কারণে দেশে ঋতু পরিবর্তনের চালচিত্র বদলে গেছে। অতীতে আষাঢ়-শ্রাবন ছিল ভরা বর্ষার মৌসুম। কবিতা-সাহিত্যের ছত্রে ছত্রে আর মুখর বর্ণনা উৎকীর্ণ আছে। সেই দিন গেছে বদলে। এখন শরতকালেও থাকছে দেশজুড়ে তুমুল বৃষ্টির ঘনঘটা। শিউলিঝরা আশ্বিনের শেষভাগে এ বছর এত বৃষ্টি অভাবনীয়। বর্ষাবাহী যে মৌসুমী বায়ু তার আগমন-বিদায়ও খামখেয়ালীপনার আবর্তে পড়েছে। এ বছর শরতে এসে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।

প্রথম বুলেটিনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আবহাওয়া অধিদফতরের হিসাবে, অক্টোবরের এই শুরুতে, মৌসুমি বায়ুর বিদায়লগ্নে রাজধানীসহ দেশের প্রায় সব এলাকায় প্রবল বৃষ্টি হতে দেখা গেছে। টানা বর্ষণে রাজশাহী নগরীর পরিণত হয়েছিল ছোটখাটো নদীতে। ময়মনসিংহ-কিশোরগঞ্জে অর্ধশতাব্দীর মধ্যে বৃষ্টির সর্বোচ্চ রেকর্ড হয়েছিল। এই অক্টোবরেই ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলীতে ৪৭৬ মিলিমিটার এবং ময়মনসিংহে ৩৮১ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে। তবে মৌসুমী বায়ু সরতে শুরু করেছে।

প্রথম বুলেটিন পড়ুন সব খবর সবার আগে জেনে নিন
বৃষ্টি
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক ইত্তেফাককে জানান, বৃষ্টিবাহী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করেছে। ১৫ অক্টোবরের মধ্যেই বাংলাদেশ থেকে বিদায় নেবে। দেশের অধিকাংশ এলাকায় শরতের আকাশ উদ্ভাসিত হয়েছে। তবে আগামীকাল থেকে দুই দিন আরেক দফা বিদায়ী দাপট দেখিয়ে শনিবার বিদায় নেবে বর্ষা। এ সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *