চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রথম বুলেটিন
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) মান্যবর প্রধান অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) জনাব মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে অদ্য ১১.১০.২০২৩ খ্রি: সকাল ১১:০০ ঘটিকায় নতুন চালু হওয়া এসবির ওয়েবসাইট, কৌশলগত পরিকল্পনা এবং পরিদর্শন নির্দেশিকা সংক্রান্তে সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে উক্ত ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। পুলিশী সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ওয়েবসাইট (www.specialbranch.gov.bd) চালু করেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। এসবের মধ্যে অটোমেশনের মাধ্যমে কৌশলগত ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট, অভিবাসন সেবা, আন্তর্জাতিক আগমন-বহির্গমন নিয়ন্ত্রণ, পাসপোর্ট ভেরিফিকেশন, নিরাপত্তা ছাড়পত্র ইত্যাদি।
উক্ত কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন জনাব আবু জিহাদ ফখরুল আলম খান, ডিআইও-১, জনাব সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক, ডিএসবি, জনাব আব্দুল বারেক, পুলিশ পরিদর্শক, ডিএসবি, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিশেষ শাখার বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
Leave a Reply