লালমনিরহাট প্রতিনিধি
অদ ১০/১০/২০২৩ খ্রি. লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে লালমনিরহাট সদর থানাধীন খুটামারা গ্রামের বানভাসা বাজারে খুটামারা সালামিয়া মাদ্রাসার সামনে অবস্থিত লালমনিরহাট টু মোগলহাট গামী পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামি মো: তারেক রহমান (৩০) , একটি ডিসকভার মোটরসাইকেলে ৩ কেজি ১০০ গ্রাম মাদকদ্রব্য গাজা বহন করার সময় উপরোক্ত আসামিকে ইং ১০/১০/২০২৩ খ্রিঃ ৪.৩০ ঘটিকার সময় ধৃত করা হয়। এ বিষয়ে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
উদ্ধারকারি অফিসার: এসআই /নিজাম উদ দৌলা এসআই আব্দুল বারী, কং বদিউজ্জামান, আফতাব উদ্দিন।
Leave a Reply