মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ ১নং ওয়ার্ড ১নং ইউনিয়ন তারাকান্দা ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় ৫২ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বিতরণ….? যা পূজা মন্ডপে লাগানোর জন্য বিতরণ করা হয়েছে উপজেলার পক্ষ থেকে,প্রত্যাকটা পূজা মন্ডপে আইনশৃংখলা বজায় রাখার জন্য প্রশাসন এর কঠুর ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়।প্রত্যকটা পূজামন্ডপে সি সি ক্যামেরা আওতায় থাকবে।
Leave a Reply