মনসুর আলম মুন্না,,, কক্সবাজার
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পর্যটন সেবী সংগঠন ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর দশম কার্যকরী পরিষদ নিবাচনে নির্বাচিতদের শপদ গ্রহণ অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে শহরের কলাতলীস্থ একটি তারকা মানের অভিজাত হোটেলের হলরুমে এ শপদ গ্রহণ অনু্ষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আশেক উল্লাহ রফিক এমপি। এসময় তিনি বলেন কক্সবাজার পর্যটনের ভূমিকা রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক নজর রাখেন। তিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত জুড়ে নানা সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা।
এসময় জেলা প্রশাসক শাহিন ইমরান, ট্যুরিস্ট রিজিয়ন কক্সবাজার এর পুলিশ সুপার জিল্লুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেকের বক্তব্যের মাধ্যমে অত্র সংগঠন টোয়াকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। সেই সাথে কক্সবাজারের পর্যটন খাতকে বিশ্বের দরবারে তুলে ধরে বিশ্ব নন্দিত সংগঠনের ভূমিকা পালন করতে সর্বস্তরের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আশ্বাস দেন।
নির্বাচিতদের মধ্যে সভাপতি তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক নুরুল কবির পাশাসহ (পল্লব) সংগঠনের সকল সদস্যেদের শপদ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার কক্সবাজার সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল মনছুর।
Leave a Reply