গাজীপুর প্রতিনিধি প্রথম বুলেটিন
অনুষ্ঠানটি জেলা শিল্পকলা একাডেমী, গাজীপুরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য জনাব সিমিন হোসেন রিমি এমপি মহোদয়। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন গাজীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এছাড়াও উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, কাপাসিয়া, সহকারী কমিশনার (ভূমি), কাপাসিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধিগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।
Leave a Reply