গতকাল১০/১০/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এঁর স্মরণে কাপাসিয়া উপজেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়।

গাজীপুর প্রতিনিধি প্রথম বুলেটিন
অনুষ্ঠানটি জেলা শিল্পকলা একাডেমী, গাজীপুরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য জনাব সিমিন হোসেন রিমি এমপি মহোদয়। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন গাজীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এছাড়াও উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, কাপাসিয়া, সহকারী কমিশনার (ভূমি), কাপাসিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধিগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *