বগুড়া প্রতিনিধ
আজ সোমবার (৯ অক্টোবর) জেলা পুলিশ, বগুড়া কর্তৃক করতোয়া নদীতে নৌকা বাইচ-২০২৩ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাগেবুল আহসান রিপু, মাননীয় সংসদ সদস্য, বগুড়া-৬। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, বগুড়া ও জনাব মোহাম্মদ শফিউল আজম, সিভিল সার্জন, বগুড়া।
এ প্রতিযোগিতা উপভোগ করতে করতোয়া নদীর পাড়ে ও ব্রিজের ওপরে ছিলো হাজারো মানুষের উপচে পড়া ভীড়। নৌকা বাইচ প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করে, তার মধ্যে আল্লাহ ভরসা, কিংরাজ, বিজয় নিশান, উড়াল পঙ্খী, একাত্তরের বিজয়, ইনশাল্লাহ, সততা এবং রাখে আল্লাহ মারে কে। তুমুল প্রতিযোগিতার মধ্যে উড়ালপঙ্খী ১ম স্থান অধিকার করে, ২য় হয় সততা এবং ৩য় কিংরাজ। ১ম স্থান অধিকারীকে ১টি গরু, ট্রফি, রাইস কুকার ও ২য় এবং ৩য় স্থান অধিকারীদের ১টি করে ছাগল, ট্রফি, রাইস কুকার প্রদান করা হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীদের জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এ সময় প্রধান অতিথি মহোদয় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় বলেন, নৌকা বাইচ আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ খেলাটি অত্যন্ত জনপ্রিয়। হাজারো মানুষের ঢল তা আবারো প্রমাণ করলো। যারা প্রতি বছর এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে থাকে তারা অবশ্যই প্রশংসার দাবিদার। এ ধরনের সুস্থ বিনোদন আপামর জনতার চিত্তকে উৎফুল্ল করে।
উল্লেখ্য, তৃতীয় বারের মত জেলা পুলিশ বগুড়া কর্তৃক আয়োজিত নৌকা বাইচের এবারের স্লোগান হচ্ছে “নদী বাঁচলে, পরিবেশ বাঁচবে। নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply