today visitors: 5073432

নিহতের পকেটে থাকা টোকেনের সূত্র ধরে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ০৪ জন গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দ্যেশেই চালক জিহাদ বাবুকে (২০) হত্যা করা হয়। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে সারিয়াকান্দি থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে এক নারীসহ ০৩ জনকে আটক করা হয়েছে। ০৬ অক্টোবর (শুক্রবার) তাদেরকে আটক করা হয়।

এর আগে গত ৫ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় সারিয়াকান্দি থানার কালিতলা গ্রোয়েন বাঁধের পূর্বে গজারিয়া চর থেকে অটোরিকশা চালক জিহাদ বাবুর লাশ উদ্ধার করা হয়।

জিহাদ বাবু বগুড়া শহরের মালগ্রাম দক্ষিনপাড়ার আতাউর রহমানের ছেলে।

৫ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরের দিকে জিহাদ বাবুর বাবা বগুড়া সদর থানায় ছেলে নিখোঁজ সংক্রান্তে জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয় বুধবার সকাল ১০টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই জিহাদ বাবু নিখোঁজ হয়।

এদিকে ০৫ অক্টোবর সন্ধ্যায় সারিয়াকান্দি পুলিশ গজারিয়ার চর থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে। নিহতের শরীরের নয়টি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে বগুড়া সদর থানার জিডির সূত্র ধরে আতাউর রহমান তাঁর ছেলের লাশ শনাক্ত করেন। এরপর বৃহস্পতিবার রাতেই বগুড়া শহর এলাকা থেকে সারিয়াকান্দি ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় নারী ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুসহ ০৩ জনকে আটক করে। একজনকে আটক করে র‍্যাব, বগুড়া।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী জানান, যাত্রীবেশে দুর্বৃত্তরা বগুড়া শহর থেকে জিহাদ বাবুর অটোরিকশা ভাড়া করে যমুনা নদী দেখার জন্য সারিয়াকান্দি যায়। পরে তারা চালক জিহাদ বাবুকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে। নিহতের পকেটে পাওয়া গ্যারেজের টোকেনের সূত্র ধরে পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা আতাউর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে বৃহস্পতিবার রাতেই সারিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ০৪ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *