কুড়িগ্রাম প্রতিনিধি
গত ০৭ অক্টোবর ২০২৩ তারিখ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ১৫ জন পুলিশ সদস্যদের মাঝে ১৫০০০০ টাকার শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম. ওহিদুন্নবী সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ১০ জন পুলিশের সন্তান বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যায়নরত দের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে ৫০০০ টাকার প্রাইজবন্ড সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি জেলা পুলিশে কর্মরত থাকাকালীন বিভিন্নভাবে অসুস্থ হওয়ায় ১০ জন পুলিশ সদস্যদের চিকিৎসা সহায়তা হিসাবে ১০০০০ টাকা করা হয়। উক্ত কার্যক্রমে সহায়তা করেন বিকাশ লিমিটেড।
জেলা পুলিশে কর্মরত এসআই নিরস্ত্র মোঃ গোলাম কবির এর দুই কন্যার মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং আর একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ম বর্ষে অধ্যায়নরত আছে। তিনি বলেন আজকে জেলা পুলিশের পক্ষথেকে যে অর্থ সহায়তা পেলেন এতে তার সন্তানদের উৎসাহ আরো বৃদ্ধি পবে।
এছাড়াও কনস্টেবল মোঃ রেজাউল হক এর কন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কনস্টেবল ময়নাল হক এর ছেলে রাজশাহী ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় (রুয়েট), কনস্টেবল জাকির হোসেন এর কন্যা শহিদ তাজ উদ্দিন সরকারী মেডিকেল এন্ড নার্সিং কলেজ, গাজিপুরে, কনস্টেবল রেজাউল করিম এর ছেলে মেরিন ফিসারিজ একাডেমি, কর্ণফুলী চট্টগ্রামে, কনস্টেবল মোস্তফা জামান এর কন্যা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে, এসআই সশস্ত্র মোঃ আব্দুর রশিদ এর কন্যা স্যার ছলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকায় ও এসআই নিরস্ত্র মোঃ মমিনুল ইসলাম এর ছেলে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনলোজি সৈয়দপুর নীলফামারিতে অধ্যায়নরত আছেন। জেলা পুলিশের পক্ষ থেকে অর্থ সহায়তা পেয়ে সকলে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বিকাশকে ধন্যবাদ জানান।
Leave a Reply