মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ মোবাইল:০১৯১৭৩৩৮৪১৮
প্রধান বিচারপতির সংবর্ধনা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করছেন বিএনপি, জামায়াত ও অন্যান্যপন্থিসহ ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট সরকারবিরোধী আইনজীবীরা। রোববার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্ট চত্বরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করে আইনজীবীদের মোর্চা ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।
এর আগে ৩ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্জনের ঘোষণা দেওয়া হয়।
প্রথম বুলেটিন
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করতে না করতেই সংবর্ধনার মেলা এবং নানাবিধ বক্তব্য দিয়ে সাংবিধানিক বিচারিক পদকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন অভিযোগ করে প্রথা অনুসারে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিসহ সরকার বিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কনভেনর ও বিএনপির ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন।
প্রথম বুলেটিন
সুপ্রিম কোর্ট বার অ্যাডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদের সভাপতিত্বে ও গাজী কামরুল ইসলাম সজলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ইউএলএফের কো কনভেনর সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ইউএলএফের প্রধান সমন্বয়ক বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরোদ্দোজা বাদল, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ইউএলএফের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, শাহ আহমেদ বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমস কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তব্যে বলা হয়, নেত্রকোনা স্টেডিয়ামে গত ১ অক্টোবর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতির সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঞ্চালনায় প্রধান বিচারপতির সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন সরকারের প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, বিচারকসহ স্থানীয় আমলা ও পুলিশের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের সভাপতিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আওয়ামী লীগের দলীয় সংবর্ধনা গ্রহণ করার মধ্য দিয়ে প্রধান বিচারপতির মতো নিরপেক্ষ পদের মর্যাদা ও সম্মানহানি ঘটিয়েছেন। এতে বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের অনাস্থা আরও ও গভীরতর হচ্ছে। বিচার বিভাগ নিপতিত হবে গভীর সংকটে। এরপরও আমরা মনে করি, এ সংগঠনকে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর লক্ষ্যে কোনো দলের পক্ষে বিচার বিভাগের প্রধান হিসেবে আপনার দায়িত্ব থাকবে, নিরপেক্ষ থাকবেন এবং বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুন্ন রাখবেন।
বিজ্ঞাপন
এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির অ্যাডহক কমিটি এরই মধ্যেই বারের সদস্যদের পক্ষ থেকে আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিতব্য আপিল বিভাগের ১ নম্বর কোর্ট রুমে প্রধান বিচারপতির কথিত সংবর্ধনা অনুষ্ঠান এবং পরবর্তীতে বারের সদস্যদের সঙ্গে শ্রদ্ধেয় বিচারকদের সৌজন্য সাক্ষাতের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করে।
ইউএলএফ অত্যন্ত ব্যথিত চিত্তে বিচার বিভাগের মর্যাদা, সম্মান, প্রধান বিচারপতি পদের ভাব গাম্ভির্য্য এবং বিচার বিভাগের ওপরে বাংলাদেশের জনগণের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট বারের তথাকথিত সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্তের সঙ্গে একাত্বতা প্রকাশ করছে এবং আজ ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট বার চত্ত্বরে বর্জনের সিদ্ধান্তের সমর্থনে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়।
Leave a Reply