মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ মোবাইল:০১৯১৭৩৩৮৪১৮.
কন্টিনজেন্টের ৩৪ সদস্য সবাইকে বোনাস দেওয়া হয়েছিল দেড় লাখ টাকা করে। ৭ লাখ বিশেষ বোনাস দিয়েছিলেন ৩ ফুটবলারকে।
প্রথম বুলেটিন এ
মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্ব টপকাতে পারলে সেই বোনাস দ্বিগুণ হয়ে যাবে। আজ (শনিবার) জাতীয় ফুটবল দলের ক্যাম্প পরিদর্শন করে খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে বড় ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘তোমাদের জন্য 'বিগ বোনাস' অপেক্ষা করছে।’
বিগ বোনাস মানে আগেরবারের চেয়ে দ্বিগুণ। ফুটবলারদের কাজ শুধু মালদ্বীপকে হারানো। ১২ অক্টোবর প্রথম ম্যাচ মালেতে, দ্বিতীয় ম্যাচ ১৭ অক্টোবর ঢাকায়। হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে যারা জিতবে তারা উঠবে দ্বিতীয় পর্বে।
মালদ্বীপকে হারাতে পারলে বাংলাদেশ উঠবে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে। তখন বাংলাদেশ সুযোগ পাবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার। মালদ্বীপের কাছে হেরে গেলে আগামী ১২ মাস কোনো খেলা থাকবে না জামাল ভূঁইয়াদের।
ফুটবলারদের 'বিগ চ্যালেঞ্জ' সামনে রেখে 'বিগ বোনাস' ঘোষণা করলেন বাফুফে সভাপতি। জাতীয় দলের সর্বশেষ ৬ ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ৩ ফুটবলারকে ক্যাম্পে ডাকা হয়নি মদ-কাণ্ডের কারণে।
প্রথম বুলেটিন এ
বিশেষ করে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর অনুপস্থিতি দলের সবচেয়ে বড় ক্ষতি। কিন্তু ডিসিপ্লিনের ক্ষেত্রে এক বিন্দুও ছাড় দেননি জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
মালদ্বীপ থেকে ৬৪ বোতল মদ আনার অপরাধে বসুন্ধরা কিংস তাদের ৫ ফুটবলারকে সাময়িক বরখাস্ত করেছে। যার মধ্যে ক্যাবরেরার একাদশের জিকো, তপু ও মোরসালিন আছেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদের না ডেকে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বড় উদাহরণ সৃষ্টি করেছেন স্প্যানিশ কোচ।
বাংলাদেশ-ফুটবল
ফুটবল
প্রথম কুলেটিনে
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির শঙ্কা
বিশ্বকাপে এরইমধ্যে ৮ দলের সবাই খেলে ফেলেছে ১টি করে ম্যাচ। এখনো স্বাগতিক দল ভারতের বিশ্বকাপে নামা হয়নি।
আগামীকাল (রোববার) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই দিয়ে মাঠে নামার কথা তাদের। কিন্তু এই মহারণে বাঁধ সাধতে পারে বেরসিক বৃষ্টি।
প্রথম বুলেটিনে
আজ শনিবার (৭ অক্টোবর) চেন্নাইয়ের সব এলাকায় বৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহ ধরেই বৃষ্টি ঝরছে চেন্নাইর আকাশ থেকে। তবে আবহাওয়াবিদদের মতে ৮ অক্টোবর বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা কম।
রোববার ঝলমলে আকাশ থাকবে প্রায় সারাদিন। এদিন তাপমাত্রা ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে বিকেল বেলার দিকে বৃষ্টি আসতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে তারা। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে মাঠে।
ক্রিকেটের দুই স্বর্ণই ভারতের
এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম দুই আসরে অংশ নেয়নি ভারত। ২০১০ সালে গুয়াংজুতে পুরুষ বিভাগে বাংলাদেশ ও নারী বিভাগে পাকিস্তান স্বর্ণ জিতেছিল। ২০১৪ সালে ইনচনে পুরুষ বিভাগে শ্রীলংকা ও নারী বিভাগে পাকিস্তান স্বর্ণ জিতেছিল। এবার প্রথম অংশ নিয়ে নারী-পুরুষ দুই বিভাগের স্বর্ণই গলায় ঝুলিয়েছেন ভারতের ক্রিকেটাররা।
নারী বিভাগের স্বর্ণের লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারানের পর শনিবার পুরুষ বিভাগের স্বর্ণ তারা পেয়েছে ফাইনাল পরিত্যক্ত হওয়ায়।
প্রথম বুলেটিন
টানা তিন এশিয়ান গেমস ক্রিকেটের পুরুষ বিভাগের স্বর্ণের লড়াইয়ে ছিল আফগানিস্তান। তিনবারই রৌপ্য জুটলো তাদের।
শনিবার চীনের হাংজুতে ভারতের বিপক্ষে লড়াই না করেই হারতে হয়েছে আফগানদের। বৃষ্টি ভাসিয়ে নেওয়া ফাইনাল শেষে র্যাংকিংয়ে এগিয়ে থাকা ভারতকেই বিজয়ী ঘোষণা করে তাদের ক্রিকেটারদের গলায় পরিয়ে দেওয়া হয় স্বর্ণপদক।
প্রাথী বুলেটিন
প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তানের রান যখন ১৮.২ ওভারে ৫ উইকেটে ১১২, তখনই বাগড়া দেয় বৃষ্টি। বৃষ্টি শুরু হলে আম্পায়ার খেলা বন্ধ করে দেন।
এর পর আর মাঠে নামার সুযোগ দেয়নি বৃষ্টি। দুই আম্পায়ার ৫ টা ১০ মিনিটে শেষবার মাঠ পরিদর্শন করে জানিয়ে দেন ম্যাচ পরিত্যক্ত। তাতেই ভেসে যায় আফগানিস্তানের প্রথমবারের মতো স্বর্ণজয়ের স্বপ্নটা।
প্রথম বুলেটিন
গেমস ক্রিকেটের দুই বিভাগের ব্রোঞ্জ পদকই পেয়েছে বাংলাদেশ। দুই বিভাগের ব্রোঞ্জের লড়াইয়েই বাংলাদেশ হারিয়েছে পাকিস্তানকে। ক্রিকেটের ৬ পদক ভাগ করে নিয়েছে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা