রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
প্রেমের টানে রাজশাহীর তানোরে এক নারী ইউপি সদস্যকে নিয়ে পুরুষ সদস্য অজানার উদ্দেশ্য পাড়ি দিয়েছেন। গত তিনদিন ধরে খোঁজ মিলছে না তাদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, তানোর উপজেলার বাধাইড় ইউপি পরিষদে। এ ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তানোরের বাধাইড় ইউপি পরিষদের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যের সাথে ৮ নম্বর ওয়ার্ডের পুরুষ সদস্য (মেম্বার) জাহাঙ্গীর আলমের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই জের ধরে কিছুদিন আগে নারী সদস্যের পরিবারের লোকজন ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে বাড়িতে ডেকে নিয়ে মারপিট করেন। চোখের সামনে প্রেমিককে এমন নির্যাতনের ক্ষোভে জাহাঙ্গীর আলমের সাথে পালিয়ে গেছেন ওই নারী সদস্য।
বাধাইড় ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, পলাতক দুইজন ইউপি সদস্য দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক করে আসছেন। এমনকি তারা ইউপি পরিষদে কয়েকবার অবৈধ সম্পর্কের সময় হাতে নাতে ধরা পড়েন। তবে তারা ইউপি সদস্য হওয়ায় বহুবার তাদের সাবধান করা হয়েছে। তার পরেও গোপনে তাদের প্রেমলীলা চালিয়ে যাচ্ছিলেন। লোকজনের মুখে শোনা যাচ্ছে, তারা দুইজন অজানার উদ্দেশ্য উধাও হয়েছেন।
গত তিনদিন ধরে তাদের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।
এবিষয়ে বাধাইড় ইউপি পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান জানান, আমি লোকজনের মুখে শুনেছি এমন কথা। শোনার পর থেকে তাদের ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।
Leave a Reply