প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৩, ১০:০৩ এ.এম
সোনালী সমাজ ফাউন্ডেশন সেচছাসেবী সংগঠন আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। মোঃ রবিউল ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সম্মানিত সোনালী সমাজ ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংগঠন এর সদস্যদের নিয়ে পূর্বের ঘোষিত সময় ও তারিখ অনুযায়ী। আজ শনিবার ৭ অক্টোবর ২০২৩ ইং সকাল ১০ ঘটিকায় আমরা চৌদ্দগ্রাম উপজেলাধীন ভিটা ওয়াল্ড রিসোট আমাদের ২য় ধাপে সোনালী সমাজ ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংগঠন এর টি-শার্ট উন্মোচন ও সংক্ষিপ্ত আলোচনা সভা সফলভাবে শেষ করেছি। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সেচ্চাসেবী সদস্যরা। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। প্রধান অতিথি: জালাল সিকদার ( উপদেষ্টা – সোনালী সমাজ ফাউন্ডেশন ) বিশেষ অতিথি: মোঃ মোশারফ হোসেন ( প্রতিষ্ঠাতা স্বপ্নপুরণ ফাউন্ডেশন ) বিশেষ অতিথি: মোঃ হাসান ( স্বপ্ন পূরণ ফাউন্ডেশন ) বিশেষ অতিথিঃ- মোঃ এমরান হোসেন বাপ্পি ( প্রতিষ্ঠাতা গোমতি ডিজিটাল সাইন এন্ড প্রিন্টিং, কুমিল্লা ) পরিচালনা & সভাপতিত্ব করেন: এম এ জুয়েল ( উপদেষ্টা – সোনালী সমাজ ফাউন্ডেশন ) এইছাড়া ও বক্তব্য রাখেন সোনালী সমাজ ফাউন্ডেশনর সেচ্ছাসেবী সদস্যগন। এই অলোচনা সভার ফলে ভবিষ্যৎ সংগঠনের কাজের অগ্রগতি আর ও বৃদ্ধি পাবে। যারা আজকের আলেচনা সভায় উপস্থিত হতে পেরেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদন্তে, সোনালী সমাজ ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংগঠন। চৌদ্দগ্রাম, বাংলাদেশ।।
মোঃ রবিউল ইসলাম
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সম্মানিত সোনালী সমাজ ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংগঠন এর সদস্যদের নিয়ে
পূর্বের ঘোষিত সময় ও তারিখ অনুযায়ী।
আজ শনিবার ৭ অক্টোবর ২০২৩ ইং
সকাল ১০ ঘটিকায় আমরা চৌদ্দগ্রাম উপজেলাধীন ভিটা ওয়াল্ড রিসোট আমাদের ২য় ধাপে সোনালী সমাজ ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংগঠন এর টি-শার্ট উন্মোচন ও সংক্ষিপ্ত আলোচনা সভা সফলভাবে শেষ করেছি।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সেচ্চাসেবী সদস্যরা।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন।
প্রধান অতিথি: জালাল সিকদার ( উপদেষ্টা - সোনালী সমাজ ফাউন্ডেশন )
বিশেষ অতিথি: মোঃ মোশারফ হোসেন ( প্রতিষ্ঠাতা স্বপ্নপুরণ ফাউন্ডেশন )
বিশেষ অতিথি: মোঃ হাসান ( স্বপ্ন পূরণ ফাউন্ডেশন )
বিশেষ অতিথিঃ- মোঃ এমরান হোসেন বাপ্পি ( প্রতিষ্ঠাতা গোমতি ডিজিটাল সাইন এন্ড প্রিন্টিং, কুমিল্লা )
পরিচালনা & সভাপতিত্ব করেন: এম এ জুয়েল ( উপদেষ্টা - সোনালী সমাজ ফাউন্ডেশন )
এইছাড়া ও বক্তব্য রাখেন সোনালী সমাজ ফাউন্ডেশনর সেচ্ছাসেবী সদস্যগন।
এই অলোচনা সভার ফলে ভবিষ্যৎ সংগঠনের কাজের অগ্রগতি আর ও বৃদ্ধি পাবে।
যারা আজকের আলেচনা সভায় উপস্থিত হতে পেরেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ধন্যবাদন্তে,
সোনালী সমাজ ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংগঠন।
চৌদ্দগ্রাম, বাংলাদেশ।।
Copyright © 2024 . All rights reserved.