today visitors: 5073432

রাজধানী ঢাকায় নতুন ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে বৃক্ষরোপণের ব্যতিক্রমী এক শর্ত আরোপ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটির শর্ত হলো, কাঠাপ্রতি একটি করে গাছ ভবনের সেটব্যাকে রোপণ করতে হবে। আবেদনকারী এ শর্ত মানলেই কেবল

মো :আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ মোবাইল:০১৯১৭৩৩৮৪১৮
মিলবে নকশার অনুমোদন।
শুক্রবার (৬ অক্টোবর) রাজউক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত মঙ্গলবার রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ-১) মোহাম্মদ সামছুল হকের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে রাজউক।
আরও পড়ুন:প্রথম বুলেটিন এ
অফিস আদেশে বলা হয়, ‘বিল্ডিং কনস্ট্রকশন (বিসি) কমিটি কর্তৃক নকশা অনুমোদনের ক্ষেত্রে ইমারতের সেটব্যাকে গাছ রোপণের শর্ত দিতে হবে। বিসি কমিটি কর্তৃক যেসব নকশা অনুমোদন করা হবে সেসব নকশার অনুমোদনপত্রে ইমারতের সেটব্যাকে কাঠা প্রতি একটি গাছ লাগানোর শর্ত উল্লেখ করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে পরবর্তী সংখ্যা উল্লেখ করতে হবে। যেমন ২ দশমিক ১ কাঠা হলে ৩টি গাছ লাগাতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *