ডেমরায় মেন্দিপুরে যাত্রী চাপা দিয়ে বাস পালিয়ে যায় পুলিশ ধরতে মরিয়া

মোঃ রবিউল ইসলামঃ

রাজধানীর ডেমরায় রাজধানী পরিবহণ নামে একটি বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশাচালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাতে ডিএসসির ৭০নং ওয়ার্ডের মেন্দিপুর এলাকায় ডেমরা-রামপুরা সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকার বাসিন্দা শাহ আলম (৬০) ও অটোরিকশাচালক শাওন (২৮)।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ঢাকার রামপুরা থেকে অটোরিকশাযোগে ডেমরা বাসায় ফিরছিলেন শাহ আলম। এ সময় ডেমরার মেন্দিপুর এলাকায় আসলে দ্রুতগতিতে আসা রামপুরাগামী রাজধানী নামে একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। এতে যাত্রী শাহ আলম ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় চালককে জীবিত অবস্থায় স্থানীয় আইচি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় চালক শাওনও মারা যান। দুর্ঘটনার পর রাজধানী পরিবহণের বাসটি পালিয়ে যায়।

এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে বুধবার রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডেমরা থানায় মামলা প্রক্রিয়াধীন। নিহতদের পরিবারের দাবিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ দেখে বাসটি চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *