মোঃ রবিউল ইসলামঃ
রাজধানীর ডেমরায় রাজধানী পরিবহণ নামে একটি বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশাচালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাতে ডিএসসির ৭০নং ওয়ার্ডের মেন্দিপুর এলাকায় ডেমরা-রামপুরা সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকার বাসিন্দা শাহ আলম (৬০) ও অটোরিকশাচালক শাওন (২৮)।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ঢাকার রামপুরা থেকে অটোরিকশাযোগে ডেমরা বাসায় ফিরছিলেন শাহ আলম। এ সময় ডেমরার মেন্দিপুর এলাকায় আসলে দ্রুতগতিতে আসা রামপুরাগামী রাজধানী নামে একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। এতে যাত্রী শাহ আলম ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় চালককে জীবিত অবস্থায় স্থানীয় আইচি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় চালক শাওনও মারা যান। দুর্ঘটনার পর রাজধানী পরিবহণের বাসটি পালিয়ে যায়।
এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে বুধবার রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডেমরা থানায় মামলা প্রক্রিয়াধীন। নিহতদের পরিবারের দাবিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ দেখে বাসটি চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply