today visitors: 5073432

*অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পাচারকালে ৪,৯৮০ পিস ইয়াবাসহ ইয়াবা সম্্রাট রাসেল ও তার সহযোগীকে আটক করেছে র‌্যাব-১।*

মো: রবিউল ইসলাম গাজীপুর প্রতিনিধি

১। মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা ক্রমশঃ বিস্তৃত হচ্ছে ব্যক্তি হতে পরিবার, পরিবার হতে সমাজে, সমাজ হতে রাষ্ট্রে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র‌্যাব বিপুল পরিমান দেশী/বিদেশী অবৈধ মাদক (ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন দেশি/ বিদেশী মদ, বিয়ার) উদ্ধার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ আনুমানিক ০০১৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি এসি বাসে যাত্রী বেশে কক্সবাজার হতে দুইজন ইয়াবা নিয়ৈ ঢাকা ময়মনসিংহ রোড দিয়ে টঙ্গী এলাকায় যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে বিমানবন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন ফুট ওভার ব্রীজের নীচে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ছোট মাদক ব্যবসায়ী ১) মোঃ রাসেল হোসেন (৩১), পিতা- মোঃ আহমেদুর রহমান, মাতা- মালেকা বেগম, স্থায়ী গ্রাম- বাশকাটা, থানা- জয়পুরহাট সদর জেলা- জয়পুরহাট, এ/পি-কোনাবাড়ী আমবাগ জনৈক অমিত হোসেনের বাসার ভাড়াটিয়া, থানা- কোনাবাড়ী, জেলা- গাজীপুর, ২) মোঃ তরিকুল ইসলাম@ তৌকির (২৩), পিতা-মৃত এনায়েত মৃধা, মাতা- রুবিনা, সাং-হোসনাবাদ, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, এ/পি-কোনাবাড়ী আমবাগ জনৈক অমিত হোসেনের বাসার ভাড়াটিয়া, থানা- কোনাবাড়ী, জেলা- গাজীপুরদের’কে গ্রেফতার করে।

৩। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে পাকস্থলীতে ইয়াবা বহন করছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আটককৃতদের উত্তরার একটি ডায়গনস্টিক সেন্টারে নিয়ে যায় এবং এক্সরে পরীক্ষা করা হয়। এক্সরে পরীক্ষায় এবং ডাক্তারের রিপোর্টে ১নং আসামীর পাকস্থলীতে ডিম্বাকৃতির ০২ টি ও ছোট ক্যাপসুল আকৃতির ৫৩ টি এবং ২নং আসামীর পাকস্থলীতে ডিম্বাকৃতির ০৩ টি ও ছোট ক্যাপসুল আকৃতির ৫১ টি ছোট প্যাকেটের অস্তিত্ব¡ ধরা পড়ে। ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হবার পর আটককৃতদের ডাক্তারের তত্ত্বাবধানে তাদের পেট থেকে মোট ১০৯ টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। গননা শেষে ৪,৯৮০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৪,৯৮০ (চার হাজার নয়শত আশি) পিস ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল ফোন, ও নগদ ২,৩০০/- টাকা উদ্ধার করা হয়।

৪। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বাক্ষরিত/-
মোঃ পারভেজ রানা
সিনিয়র সহকারী পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)
অধিনায়কের পক্ষে
ফোনঃ ৪৮৯৬৩১৫২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *