মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ
মোবাইল:০১৯১৭৩৩৮৪১৮,
বিস্তারিত প্রথম বুলেটিন এ
সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী, সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জনাব শফিকুজ্জামান ভূঁইয়া, পরিচালক বিআরটিএ চট্টগ্রাম বিভাগ, জনাব তৌহিদুল হোসেন, উপপরিচালক চট্টমেট্রো ১ ও 2 সার্কেল, জনাব ওয়াশিম ফিরোজ, এডিসি চট্টগ্রাম জেলা পুলিশ,জনাব পিন্টু চাকমা নির্বাহী প্রকৌশলী ও জনাব আব্দুল মালেক সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার সড়ক ও মহাসড়ক বিভাগ চট্টগ্রাম , জনাব অমল কৃষ্ণ চক্রবর্তী, বিভাগীয় প্রধান পাওয়ার টেকনোলজি চট্টগ্রাম পলিটেকনিক, জনাব ওমর ফারুক ও রেহানা আক্তার উর্থী সহকারি পরিচালক বিআরটিএ চট্টমেট্রো ২ ও চট্টগ্রাম জেলা সার্কেল, পলাশ খীসা ও জনাব মো:শাহাদাত হোসেন চৌধুরী, মোটরযান পরিদর্শক, চট্ট-মেট্রো সার্কেল-২ । এটি বিআরটিএ চট্টগ্রাম জেলা ও চট্ট-মেট্রো সার্কেলে-২ এর তত্ত্বাবধানে ও যৌথ সমন্বয়ে ০১/১০/২০২৩ইং তারিখে বিআরটিসি ট্রাক ডিপোতে অনুষ্ঠিত হয়। যথাক্রমে চট্ট-মেট্রো সার্কেল-২ এ প্রশিক্ষনার্থী উপস্থিতি মোট-১২১জন এবং চট্টগ্রাম জেলা সার্কেলে প্রশিক্ষনার্থী উপস্থিতি মোট-১০৫জন। সর্বমোট-২২৬ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।