today visitors: 5073432

ভিসা নীতি নিয়ে অতিরঞ্জিত করা হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে যাদের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ করা হয়েছে, তাদের তালিকা সরকারকে দেয়া হয়নি। যেগুলো হচ্ছে, এগুলোর সবই অতিরঞ্জিত। এগুলো সত্য ঘটনা নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রথম বুলেটিন

ভিসানীতি কাদের ওপর প্রয়োগ হচ্ছে, এর কোনো তালিকা পাওয়া গেছে কি না— সোমবার (২ অক্টোবর) সচিবালয়ে তা জানতে চাইলে এ মন্তব্য করেন তিনি।

আমেরিকায় অনেক পুলিশ কর্মকর্তার বাড়ি আছে, অনেকে প্রতিবেদনে এমন তথ্য এসেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি কীভাবে দেখছে? এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, আমাদের কাছে এ ধরনের সংবাদ নেই। আমরা শুনি। আমরা তো শুনি সবারই আছে! সবার মানে অনেকের আছে। ব্যবসায়ীদের আছে, সাংবাদিক ভাইদেরও আছে। শুনছি পুলিশেরও থাকতে পারে। তারা যদি সে দেশের আইন মেনে বাড়ি করতে পারেন, সেখানে আমাদের কিছু বলার নেই।

এ বিষয়ে তিনি আরও বলেন, টাকার উৎসের জবাব তারা দেবেন। এটা তো সরকার জবাব দেবে না! তারা সে দেশের সরকারকে জবাব দেবেন। আমাদের দেশ থেকে নিয়ে গেলে সরকার খতিয়ে দেখবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার নেয়ার বিষয়েও কথা বলেন তিনি। জানান, আইন অনুযায়ী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

আন্দোলনের নামে অনুমতি ছাড়া রাজধানীতে সভা সমাবেশ না করতে এ সময় বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটকে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, এর ব্যত্যয় হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। ২০১৩ এর মতো সহিংসতা করতে গেলে কেউ ছাড় পাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *