উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ফেরীঘাট থেকে বাবার বাড়ি গণেশপুর সতীহাট যাওয়ার সময় দুপুর অনুমানিক ১২টার দিকে সাতবাড়িয়া বাজার পার হয়ে মিলনের ইট ভাটার থেকে ৫০০ গজ পূর্ব দিকে মীরপুর গ্রামের মহাসড়কের ব্রিজের উপর পৌঁছামাত্র সামসুন নাহার সুমি (২৩) কে ব্যাটারীচালিত ভ্যান আটক করে মোবাইল, ব্যাগ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ঘটানার পর সামসুন নাহার সুমি বাদী হয়ে মান্দা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী'র নির্দেশনায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চুরিকৃত মোবাইলসহ আসামীদেরকে আটক করেন।
থানা সূত্রে জানাযায়, আসামীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে পথচারী ও আরোহীদের নিকট থেকে মালামাল কৌশলে চুরি করতো। মান্দা থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মোবাইলসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে