today visitors: 5073432

নোয়াপাড়া একতা সংঘের মন্ডপে চলছে দূর্গাপুজার প্রস্তুতি।

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। আর এই দুর্গাপূজার এখনো প্রায় দেড়-মাস বাকি। কিন্তু নোয়াপাড়া একতা সংঘে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এ বছরের দূর্গাপূজার প্রস্তুতি। দক্ষিণ রাউজানের নোয়াপাড়ার ডুল্লাপাড়ায় নোয়াপাড়া একতা সংঘের উদ্যোগে শ্রী শ্রী দুর্গা মাতৃমন্দির প্রাঙ্গনে চলছে দূর্গাপূজার প্রস্তুতি। গত বছর রাজবাড়ী থিমের আয়োজন করলেও এবার তারা নতুন থিমের আয়োজন করবেন বলে জানা যায়। সরজমিনে নোয়াপাড়া একতা সংঘের মন্ডপ প্রাঙ্গনে গিয়ে দেখা যায় কারিগররা ককসিট ও কাঠ দিয়ে বিভিন্ন নকশা তৈরি করছেন। নোয়াপাড়া একতা সংঘের সাগর মল্লিক বাপ্পি প্রতিনিধি রয়েল দত্তকে বলেন, নতুন রুপে নতুন সাজে আপনাদের মাঝে হাজির হচ্ছি নতুন থিমে। অপেক্ষা হোক ভালো কিছুর জন্য। আমরা আসছি আবার ও নতুন কিছু নিয়ে, সাথে থাকুন। উল্লেখ্য যে, ২০ শে অক্টোবর শুক্রবার মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *