মোঃ এ কে নোমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-
দেশের ২য় ক্ষুদ্রতম জেলা হিসেবে পরিচিত উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার অবাধ্য হারাবতি নদীর কোল ঘেষে গড়ে ওঠা একটি গ্রাম ছোট “তারা”। সেই সবুজে শ্যামলে ভরা গ্রামে একেবারেই সহজ সরল ভাবে বসবাস করতেন সাজ্জাদুল ইসলাম ও শাহানারা বেগম নামে এক সুখী দম্পতি। আর তাদের ঘরেই জন্ম নেয় শাহীদ আকন্দ নামে এক মেধাবী সন্তান।
শাহীদ গ্রামের প্রাথমিকের গন্ডি পেরিয়ে মেধার স্বাক্ষর নিয়ে ভর্তি হন জয়পুরহাট শহরের রামদেও সরকারি উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকেই ২০০৫ সালে এসএসসি এবং ২০০৭ সালে জয়পুরহাট সরকারি কলেজ থেকে প্রশংসনীয় ফলাফল করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে ফেলেন। এরপর ২০০৭-০৮ শিক্ষা বর্ষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হয়ে ২০১৩ সালের জানুয়ারী মাসে ডাক্তার হিসেবে বের হয়ে আসেন। মূলত এরপর থেকেই তার কর্ম জীবনে একে একে সফলতার পালক যুক্ত হতে থাকে।
২০১৯ সালে ৩৭ তম বিসিএস সম্পূর্ণ করে নিজ জেলার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বিএসএমএমইউ ঢাকায় (সাবেক পিজি হাসপাতাল) রেসিডেন্ট সার্জন হিসেবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি বিএসএমএমইউ হতে নাক, কান ও গলা রোগের উপর আন্তর্জাতিক মানের সর্বোচ্চ ডিগ্রী মাস্টার অফ সার্জারী (এমএস) প্রথমবারেই পাশ করেছেন। নাক,কান,গলারোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন জয়পুরহাটের গর্বিত সন্তান ডা: শাহীদ আকন্দ ঢাকায় ব্যস্ত সময় পার করলেও প্রিয় জেলা জয়পুরহাট ও নওগাঁর মানুষদের জন্যও কিছু সময় বরাদ্দ রেখেছেন।
তিনি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মোড়ে পরিচালিত তাকওয়া ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারে প্রতি শুক্রবার সকাল ১০ টা হতে বিকাল ৩টা পর্যন্ত এবং নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে পরিচালিত তাকওয়া ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারে প্রতি শুক্রবার সকাল ৭টা হতে ১০ টা পর্যন্ত রোগী দেখেন।
অনেকটাই সাশ্রয়ে রোগী দেখানোর জন্য জয়পুরহাট শাখার মোবাইল নাম্বার: ০১৭৩৭-৩৭৪০১২ এবং মঙ্গলবাড়ী শাখার মোবাইল নাম্বার: ০১৩১১০১১১৩৬। উত্তরের অনেকটাই অবহেলিত আমাদের প্রিয় জয়পুরহাটের এই গুনী ও মানবিক চিকিৎসকের জন্য আমরা হৃদয়ের গহীন থেকে মঙ্গল কামনা করছি।